উত্তরার বিভিন্ন পয়েন্টে আজমল হুদা মিঠুর বৃক্ষ রোপন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে:

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উত্তরায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। বিএনপি উত্তরা থানার সাবেক নেতা আজমল হুদা মিঠু শনিবার উত্তরার বিভিন্ন স্থানে ফলজ ও ছায়াদানকারী বন গাছ রোপন করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপনকালে বিএনপি নেতা আজমল হুদা মিঠু বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ি আমি ব্যক্তি উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করতে এই গাছ লাগানো কর্মসূচী হাতে নিয়েছি। গাছ যেভাবে নিঃস্বার্থভাবে মানুষকে ছায়া ও অক্সিজেন দেয়, ফুল, ফলে সমৃদ্ধ করে মানুষের দৈনিন্দিন জীবন তেমনিভাবে বিএনপি’র নেতা-কর্মীরাও নিঃস্বার্থভাবে কাজ করে যাবে।
পরে কর্মী-সমর্থকদের নিয়ে উত্তরা ৭ নম্বর ও ৩ নম্বর সেক্টরের বিভিন্ন পয়েন্টে উপযুক্তস্থানে গাছ লাগান তিনি।