খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় উত্তরায় দোয়া মাহফিল


মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, অভিভাবকসুলভ রাজনৈতিক নেতা ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বৃহত্তর উত্তরাবাসীর উদ্যোগে এক সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৬ ডিসেম্বর রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের প্রেস ক্লাব মাঠে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনিত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও দলীয় সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মানবিক প্রার্থনার মঞ্চে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়; তিনি দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্রের পুনরুদ্ধারে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর শারীরিক সুস্থতা কামনা আজ দেশের সর্বস্তরের মানুষের প্রার্থনায় পরিণত হয়েছে।” তিনি আরও যুক্ত করেন যে, বর্তমান সংকটময় সময়ে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনবে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান। তাঁরা বলেন, “দেশনেত্রীর নেতৃত্বে এ দেশের মানুষ বারবার গণতন্ত্রের স্বাদ পেয়েছে। আজ তাঁকে সুস্থ দেখতে চায় পুরো জাতি।” তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ–সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় অনুষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় একজন আলেম, যিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের সুরক্ষার জন্যও দোয়া করেন।

দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অদম্য প্রতীক। তাঁর অনুপস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গন শূন্য মনে হয়। তাঁরা আরও জানান, দেশনেত্রীর সুস্থতা কামনায় এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মানবিক আবেগ, রাজনৈতিক ভালোবাসা এবং দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দোয়া অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


