বিএনপির নেতাকর্মী কেউ অপকর্মে জড়িত হলে তাঁর দায়িত্ব বিএনপি নিবেনা- আমিনুল

মুক্তমন রিপোর্ট : “বিএনপি একটি মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। দলে অনিয়মকারী, লুটপাটকারী বা চাঁদাবাজদের কোনো স্থান নেই। এমন কাউকে সদস্য করা হলে তার দায় সংশ্লিষ্ট নেতাকেই নিতে হবে।” এমন ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রবিবার দুপুরে দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত দুটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানা বিএনপি আয়োজিত বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনায় ক্লিন ইমেজ, জনপ্রিয় সুনামধন্য ভালো ব্যাক্তি নতুন সদস্য হতে পারবেন, বিএনপির ৫ আগষ্টের আগে নিস্ক্রিয় থাকা, বহিষ্কার হওয়া কেউ নতুন সদস্য নবায়ন করতে পারবেনা বলেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে থাকা ছবি সহ ব্যাত্তি হলে তাঁকে নতুন সদস্য করা হবে না বলেন।
বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে সদস্য নবায়ন করতে পারবে ও নতুন সদস্য হতে পারবে জানান আলোচনায়। দক্ষিণখান বাজার ঈদগাঁ মাঠে সকাল থেকে মিছিল স্লোগানের মাধ্যমে খন্ড খন্ড মিছিল সহ প্রবেশ করেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। জিয়া খালেদা জিয়া তারেক রহমান বলে স্লোগানে মুখরিত উৎসবে জমে ছিলো সভাটি। বিএনপির বিভিন্ন ওয়ার্ড, থানা কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক বিষয়ে অবগত করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। জনগনের সেবায়, জনকল্যাণমুখী হয়ে জনগনের পাশে থাকার জন্য তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী হবে প্রার্থীর পক্ষে ঐকবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করতে হবে বলেন। এমপি প্রার্থী নিয়ে দলীয় নেতাকর্মীদের কোন্দল সৃষ্টি না করার জন্য বলেন। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমপি প্রার্থী মনোনীত করবে সেই বিষয়টি মানতে হবে বলেন। রাস্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা তথ্য চিত্র সকল শ্রেণির মানুষের মাঝে লিফলেট বিতরণ করার জন্য বলেন।
বিএনপির নেতাকর্মী কেউ অপরাধ অপকর্মে জড়িত হলে তাঁর দায় দায়িত্ব বিএনপি নিবেনা, দখল চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেন মোঃ আমিনুল হক। ঢাকা মহানগর উত্তরের থানায় থানায় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি চলছে এরি ধারাবাহিকতায় দক্ষিণখান থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দক্ষিণখান থানাধীন সকল ওয়ার্ড, ইউনিট বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন সভায়। প্রধান অতিথি ছিলেন মোঃ আমিনুল হক, আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি, প্রধান বক্তা হাজী মোঃ মোস্তফা জামান, বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি, এস এম জাহাঙ্গীর হোসেন, মোঃ আক্তার হোসেন, এম কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন ও মোঃ আলী আকবর সাবেক কাউন্সিলর-৪৮ নং ওয়ার্ড, মহিলা কাউন্সিলর আলহাজ্ব ইলোরা পারভীন-৪৭,৪৬ ৪৮। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোঃ মোতালেব হোসেন র তন, মোঃ আব্দুস সালাম সরকার, মোঃ রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন মোঃ হেলাল তালুকদার ভারপ্রাপ্ত আহবায়ক দক্ষিণখান থানা বিএনপি ও পরিচালনা করেন মোঃ আমিনুল ইসলাম বাবলু যুগ্ম আহবায়ক দক্ষিণখান থানা বিএনপি। দক্ষিণখান থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি সভাটি সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে। সভায় জনস্রোত জনঢল ছিলো। উৎসব মুখরিত ছিলো, তৃনমুল নেতাকর্মীর যেন মহামিলন পরিনত হয়ে উঠে দক্ষিণখান থানাধীন দক্ষিণখান বাজারে ঈদগাঁ মাঠে। বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি সভা শেষে ১ হাজার প্যাকেট খাবার, পানির বোতল বিতরণ করা হয়।