বৃহত্তর উত্তরারাজনীতি
বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা):
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, ‘গ্যাস, বিদ্যুৎ পানিসহ সব ধরণের নাগরিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না।’
রাজধানীর উত্তরখানের কুড়িপাড়ায় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি স্থানীয় নেতাকর্মীরা ও বাসিন্দারে উদ্দেশ্যে এ কথা বলেন।
এর আগে কুড়িপাড়ায় গ্যাসের দাবিতে মানবন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রম চালানো হয়। এতে বিএনপি ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও ছিলেন। খবর পেয়ে সেখানে ছুটে যান এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মহানগর বিএনপির এই নেতা।
এসময় অতি দ্রুত এসব সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টার আশ্বাস দেন তিনি।
মোস্তফা জামান বলেন, ‘উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মানবিক ও জনদুর্ভোগ মুক্ত ঢাকা ১৮ আসন বিনির্মাণে সর্বসাধারণের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, ‘গ্যাস বিদ্যুৎ পানি রাস্তাঘাট সংস্কারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম হ্রাস, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নগরী ও নাগরিক সেবাসহ সকল প্রকার মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিএনপি কাজ করছে। আমি আপনাদেরকে বলতে চাই, নাগরিক অধিকারের আদায়ের আমি আপনাদের পাশে আছি।’