মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

মুক্তমন রিপোর্ট: আজ শুক্রবার মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নাফিয়্যিন ইন্টারন্যাশনাল একাডেমীতে নবাগত শিল্পীদের নিয়ে দিনব্যাপী এক অভিনয় ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট সুলতান মাহমুদ বান্নার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমী (বিসিএ)র সভাপতি আবেদুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন বিসিএ‘র সহ-সভাপতি সবুজ চৌধুরী। নবাগত অভিনেতা ও বাচিক শিল্পীদের জন্য আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষণ দেন বিশিষ্ট নাট্য অভিনেতা কল্লোল শরিফী ও আবৃত্তি প্রশিক্ষণ দেন বিশিষ্ট আবৃত্তিকার ও বাচিক শিল্পী মৃন্ময় মিজান।
প্রধান অতিথি আবেদুর রহমান বলেন, অভিনয় ও আবৃত্তি শিল্প মানুষের মাঝে পৌঁছে যাওয়ার একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। নতুন শিল্পীদেরকে নিয়ে এ চমৎকার কর্মশালার আয়োজন নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি সবুজ চৌধুরী কচি বলেন, অভিনয় ও নাটক আবৃত্তি হচ্ছে সমাজের আয়না, যার মাধ্যমে মানুষের মাঝে বিপ্লবী আহ্বান পৌঁছে দেয়া সম্ভব।
দিনব্যাপী জমজমাট এ প্রশিক্ষণ কর্মশালায় এক ঝাঁক নতুন অভিনেতা ও আবৃত্তি শিল্পীর পাশাপাশি আরো উপস্থিত ছিলেন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি মালিক আব্দুল লতিফ ও রুপনগর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি আব্দুল আহাদ শোয়েব।