গাজীপুর থেকে একনালা বন্দুকসহ গ্রেপ্তার ১

গাজীপুর থেকে একনালা বন্দুকসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর থেকে একনালা বন্দুকসহ আব্দুল ওয়াদুদ (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন হোটেল নিরিবিলি এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন, লক্ষ্মীপুরের সদর উপজেলার দিঘলী বাজার ভূঁইয়া বাড়ির মৃত নজির আহাম্মদের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর সদরের ছতর বাজারের মজিবরের বাসায় (বিওএফ এর পাশের) ভাড়া থাকেন।
এ বিষয়ে র্যাব-১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে একটি একনালা বন্দুকসহ আব্দুল ওয়াদুদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, আগ্নেয়াস্ত্র বহনে ব্যবহৃত একটি চামড়ার ব্যাগ ও নগদ ২৭৫০ টাকা জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য আগ্নেয়াস্ত্রসহ গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’