জাতীয়রাজনীতি

জিয়া আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপি প্রার্থী এস এস জাহাঙ্গীরের

উত্তরা প্রতিনিধি : ক্ষমতায় গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এস জাহাঙ্গীর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এস জাহাঙ্গীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন কাজ করে গেছেন। একইভাবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঈদ গ্র্যান্ড সেন্টার ব্যবসায়ী সমিতি, সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক।

দোয়া মাহফিলে সাঈদ গ্র্যান্ড সেন্টার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় এক আলেম দোয়া পরিচালনা করেন। দোয়ায় মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button