উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতির আশাবাদ মোস্তফা জামানের


উত্তরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, জনসভাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার সকালে ঢাকা-১৮ আসনের উত্তরার ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে জনসভার মঞ্চ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মোস্তফা জামান বলেন, জনসভায় আগত সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সড়কগুলোতে কোনো ধরনের জটলা সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, তারেক রহমান এই প্রথম উত্তরায় জনসভা করবেন, যা নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে।
তিনি বলেন, দলের চেয়ারম্যানের নির্বাচনী জনসভা সফল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে উত্তরায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।



