জাতীয়নির্বাচনরাজনীতি

নির্বাচনি প্রচারণায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনি প্রচারণাকালে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে, যা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এই সময়কালে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও কামনা করা হয়েছে।

তিনি বলেন, সরকার একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে চায়, যা দেশের নির্বাচনী ইতিহাসে একটি রোল মডেল হিসেবে বিবেচিত হবে। এ লক্ষ্য অর্জনে জাতীয় নির্বাচনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নির্দিষ্ট টেলিফোন ও মোবাইল নম্বর চালু করা হয়েছে, যেখানে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানো যাবে।

তিনি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি জনগণের আস্থা অর্জন করতে পারে, তবে আইন প্রয়োগ সহজ হয়। জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগ করেও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সে কারণে বাহিনীকে জনগণের আস্থার জায়গায় দাঁড়িয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো বেআইনি আদেশ, স্বার্থান্বেষী এজেন্ডা বা পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অংশ না হওয়ার বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ ও বেআইনি আদেশও মানা যাবে না বলে তিনি উল্লেখ করেন।

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) এর অগ্রগতি, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button