আইন-অপরাধসারাদেশ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৪৪ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুই দিনে ১ হাজার ৯৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

বিভাগভিত্তিক মামলার পরিসংখ্যান অনুযায়ী—
ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৪টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ১৯টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা করা হয়।

এছাড়া,
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২২০টি মামলা,
ট্রাফিক-মিরপুর বিভাগে ৭টি বাস, ১৫টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ৪০৫টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৬১২টি মামলা,
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা,
এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা করা হয়েছে।

অভিযানকালে ৭০০টি গাড়ি ডাম্পিং এবং ২৫৯টি গাড়ি রেকারের মাধ্যমে অপসারণ করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button