বাঁধন তিতুমীর কলেজের সভাপতি স্বর্ণা, সাধারণ সম্পাদক আবরার


স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন , সরকারি তিতুমীর কলেজ ইউনিটের ২৫-২৬ সেসনের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে । এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সামিয়া কবির স্বর্ণা, সাধারণ সম্পাদক হয়েছেন কাজিউল ফুযযাত আবরার।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের ৮ম তলায় আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২৫ অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় বাঁধন তিতুমীর কলেজ ইউনিটের সদ্যবিদায়ী সভাপতি আবরার মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এমএম আতিকুজ্জামান,বাঁধনের প্রধান উপদেষ্টা (শিক্ষক) অধ্যাপক কামরুন নাহার সহ বাঁধন, তিতুমীর কলেজ ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
এসময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, বাঁধন শুধু রক্তদাতা সংগঠন নয়, এটি মানবিকতার একটি বড় প্ল্যাটফর্ম। তিতুমীর কলেজ ইউনিটের কার্যক্রম সবসময়ই আমাদের গর্বিত করেছে। নতুন কমিটি দায়িত্বশীলতা, সততা এবং মানবিক চেতনা ধরে রেখে আরও সেবামূলক কাজ করবে আমরা সেই প্রত্যাশাই করি।
নতুন কমিটিতে নির্বাচিতদের মধ্যে অন্যান্যরা হলেন- জোনাল প্রতিনিধি মোঃ রকিবুল ইসলাম। সহ-সভাপতি সাখাওয়াত হোসেইন, শারমিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মোঃ নাবিল রায়হান, সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম লিখন, সহ-সাংগঠনিক সম্পাদক আয়েশা সিদ্দিকা, কোষাধ্যক্ষ মোঃ রাতুল হাসান, দপ্তর সম্পাদক রায়হান ইসলাম অন্তু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম জয়, তথ্য ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফাতেউল বারী, নির্বাহী সদস্য হয়েছেন মরিয়ম আক্তার মাহী, রাইয়ান রাবিনা, নাবিহা তাসনিম লাবণ্য, মোঃ নাইমুল ইসলাম, ঝুমা আক্তার।



