উত্তরখান এলাকার সংকট সমস্যা নিয়ে ডিএনসিসি’র গণশুনানী আগামীকাল

মুক্তমন রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)এর আগামীকাল মঙ্গলবার ২৯ এপ্রিল নিয়মিত গণশুনানী অনুষ্ঠিত হবে। নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ডিএনসিসি’র চলমান কার্যক্রম হিসেবে আগামীকাল অঞ্চল-৮ এর অধীন এলাকাগুলোর বাসিন্দা নিয়ে গণশুনানি করবে সংস্থাটি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, আগামীকাল বিকেল ৩টায় উত্তরা ৬ নং সেক্টরস্থ উত্তরা কমিউনিটি সেন্টারে প্রশাসক মোহাম্মদ এজাজের এই গণশুনানি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, গণশুনানিতে নতুন ওয়ার্ডের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ, সোসাইটির নেতৃবৃন্দ, যুবক ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
উত্তরখানে কি কি প্রয়োজন, কি কি সমস্যা আছে যা সিটি কর্পোরেশন সমাধান করতে পারবে, কোন কোন রাস্তাগুলোর বেহাল দশা এই সকল বিষয়গুলো আমাদের জানাতে পারবেন উত্তরখান এলাকার বাসিন্দারা।