বৃহত্তর উত্তরা

পাল্টা-পাল্টি মানববন্ধনকে ঘিরে উত্তরায় মিশ্র প্রতিক্রিয়া

মুক্তমন রিপোর্ট : সাংবাদিক বদরুলকে হুমকির ঘটনায় পাল্টা-পাল্টি মানববন্ধন আয়োজনের ঘটনায় উত্তরায় সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ হ্যান্ডেলসহ সংবাদ ভিত্তিক বিভিন্ন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিক্রিয়া দেখাচ্ছেন স্থানীয় সাংবাদিকরা।

সাংবাদিক মোঃ শামীম রেজা লিখেছেন, “একজন ক্লাবের সিনিয়র সহ সভাপতি হিসেবে ক্লাবের উন্নয়নের জন্য এবং এলাকার অন্যান্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এমপি, মন্ত্রী এবং সিনিয়র নেতাকর্মীদের ক্লাবে আহবান করবে তাদের সাথে মতবিনিময় সভা করবে, এলাকার দাবিদাওয়া গুলো তুলে ধরবে এটাই স্বাভাবিক। এইজন্য একজন সিনিয়র সাংবাদিককে কোন ট্যাগ লাগানো এটা একটা খুবই অন্যায় এবং অত্যান্ত ঘৃণিত কাজ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একবার ভাবুন তো? এখন যারা আছেন তারা নির্বাচনে জয়ী হয়ে যদি তাদের কোন এমপি, মন্ত্রী এবং সিনিয়র নেতাকে ক্লাবে আমন্ত্রণ জানানো হয়, তাদের সাথে মতবিনিময় সভা করা হয় তাহলে তাদের কেউ কি দোসর বলে অভিহিত করবেন? একজন সাংবাদিককে এই ধরনের কোন ট্যাগ লাগাতে পারেন না।

অতএব উত্তরা প্রেসক্লাবের যত সাংবাদিক ভাই ও বোনেরা আছেন তারা অবশ্যই আজকে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যোগ দিবেন। আমরা যদি একতাবদ্ধ থাকতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের অস্তিত্ব টিকে রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

বদরুল আলম মজুমদার ভাই, ভয় নাই। উত্তরা প্রেসক্লাব আপনাকে ছাড়ে নাই। সত্যের জয়, সব সময় হয়। ইনশাআল্লাহ।”

মোঃ মহসিন লিখেছেন, “যোগ্য হওয়া এক প্রকার দোষ। অযোগ্যদের কোন দোষ থাকেনা।”

সাংবাদিক স্বপন রানা লিখেছেন, “বদরুল তুমি কার?”

সাংবাদিক ইসমাইল আহসান লিখেছেন, “বদরুল আওয়ামী বয়ান তৈরীকারী, এটা শুনলে ঘোড়ায়ও হাসবে!”

এর উত্তরে সাংবাদিক খোকন আলম লিখেছেন, “ওরা যে পাগল এই কথা থেকেই বোঝা যায়, কোন সুস্থ মানুষ এই ধরনের কার্যক্রম চালাতে পারে না। নষ্টামি ও নোংরামির একটা লিমিট থাকা উচিত, আমার মনে হয় উনারা সকল ধাপ অতিক্রম করেছে, এবার জবাব দিতেই হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button