রাজনীতি

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে: সেলিম উদ্দিন

ইব্রাহিম হাসান : ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর রামপুরায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “আগামী নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতেই হতে হবে।”

আজ সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এসমাবেশে তিনি বলেন, জুলাই সনদকে সাংবিধানিক ও আইনগত ভিত্তি প্রদান করে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে। একই সাথে নির্বাচন নিয়ে যারা গুণ্ডামী করছে তাদেরকে আইনের আওতায় এনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আহবান জানান তিনি।

বিক্ষোভ মিছিলটি রামপুরা কাঁচা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌচাক এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দীন মানিক, মাওলানা ইয়াছিন আরাফাত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমানসহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সেলিম উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পেছনে জামায়াতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই সরকারের দায়িত্ব। কিন্তু একটি বড় রাজনৈতিক দল এসব সংস্কারকে সাংবিধানিক ভিত্তি দিতে চাইছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই বিপ্লবের চেতনা অগ্রাহ্য করা হলে জনগণ ও বিপ্লবীরা আবারো রাজপথে নামবে।

তিনি আরও বলেন, “প্রচলিত পদ্ধতির নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। তাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। এ জন্য আরপিও সংশোধন ও গেজেট নোটিফিকেশন জরুরি।”

সমাবেশে ড. রেজাউল করিম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সরকার নয়, বরং ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের ফসল। তাই এ সরকারকে অবশ্যই আইনী ভিত্তি প্রদান করতে হবে। জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন ছাড়া অন্য কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button