উত্তরায় হেফাজতে ইসলামের বিক্ষোভ

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরায় বিক্ষোভ, মিছল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার সংগঠনের উত্তরা জোনের উদ্যোগে আজমপুরস্থ আমির কমপ্লেক্স চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামের উত্তরা জোনের সভাপতি আল্লামা নাজমুল হাসান কাসেমী ও সদস্য সচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারীর সার্বিক তত্ত্ববধানে এবং মুফতি গিয়াস উদ্দীন আল মাদানী ও মাওলানা আমির উদ্দীন ফয়জীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মুহিউদ্দীন মাসুম, হেফাজতের কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস আনীসুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কিফায়াতুল্লাহ নোমানী, মুফতি জাকের হুসাইন, মুফতি মুহিউদ্দীন সাহেব, তুরাগ থানার হেফাজত নেতা মাওলানা আহমাদ শফী, মাওলানা সফিউল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি রাকীবুল হাসান, বিমানবন্দ থানার হেফাজত নেতা মাওলানা আবু বকর, দক্ষিণখান হেফাজত নেতা মাওলানা জাকের হুসাইন, জামিয়া মুহাম্মাদিয়া দক্ষিণখানের মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার সাহেব ও মুফতী মাসুম বিল্লাহ।
বক্তারা সরকারকে হুঁশিয়ারী দিয়ে বলেন, আগামী ৩ মে সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিতব্য হেফাজতে ইসলামের মহাসমাবেশের জনসমুদ্র দেখার পূর্বেই কুরআন বিরোধী নারী কমিশন বাতিল করতে হবে।
বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার মতো কুফুরি মতবাদ সংবিধানে রাখার সুপারিশ বাতিল করতে হবে। ৯২ ভাগ মুসলমানের এই দেশে সংবিধানে এক আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে।
বক্তারা আরো বলেন, ইসলাম বিরোধী নারী কমিশনের কার্যক্রম দেখে মনে হচ্ছে- তারা কুরআনকে টার্গেট করে কাজ করে যাচ্ছেন। নাস্তিকতাকে প্রতিষ্ঠা করার জন্য দেশকে অস্থিতিশীল বানানোর পাঁয়তারা করে যাচ্ছেন।
অতএব গোটা কমিশনকেই বাতিল করতে হবে। এদের মধ্যে নাস্তিক্যবাদের সাথে জড়িতদের যথাযথ আইনানুগ ব্যবস্থার মধ্যে আনতে হবে। অন্যথায় আগামী দিনে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা দেশে ঈমানী আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। তখন যেকোনো পরিস্থিতি তৈরী হলে সরকারকেই এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।
এ সময় বৃহত্তর উত্তরার সকল ওলামা মাশায়েখ, আইম্মায়ে মাসাজিদ, মাদরাসার মুহতামিমিন ও দায়িত্বীলবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লী ও তাওহিদি জনতাকে আগামী ৩ তারিখের মহাসমাবেশে যোগদান করে সমাবেশকে সর্বাত্মক সফল করার আহ্বান জানান।