তারেক রহমানের নির্দেশে গুম হওয়া ছাত্রনেতা মুন্নার পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি

ইব্রাহিম হাসান : আজ শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন উৎসর্গকারী, খুনি হাসিনা সরকারের হাতে গুম হওয়া বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শহীদ নিজাম উদ্দিন মুন্নার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তাদের বাসায় যান বিএনপির নেতৃবৃন্দ।
এই সময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন। তিনি মুন্নার পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং দলের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। কফিল উদ্দিন বলেন, “নিজাম উদ্দিন মুন্না ছিলেন গণতন্ত্রের এক সাহসী সৈনিক। জনগণের অধিকার ও ন্যায়বিচারের জন্য তাঁর সংগ্রাম ও ত্যাগ ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”
বিএনপি নেতৃবৃন্দ পরিবারকে আশ্বস্ত করে জানান, গুমসহ সকল রাজনৈতিক নিপীড়নের বিচার একদিন অবশ্যই হবে। শহীদ মুন্নাসহ গুম হওয়া সকল নেতাকর্মীর সন্ধান এবং দায়ীদের শাস্তি আন্তর্জাতিক মানদণ্ডে নিশ্চিত করা হবে।
পরিবারের সদস্যরা বিএনপি এবং জনাব তারেক রহমানের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রিয়জনের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিএনপি নেতারা আরও বলেন, দেশে চলমান গুম, হত্যা, মিথ্যা মামলা ও দমননীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে বিজয়ে পৌঁছাতে হবে। শহীদ মুন্নার ত্যাগ এই আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।