বৃহত্তর উত্তরারাজনীতি

প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভা জামায়াত প্রার্থীর

মুক্তমন রিপোর্ট : উত্তরাস্থ প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন ঢাকা-১৮ থেকে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। তিনি বলেন, শুধু দক্ষতা দিয়ে দেশ উন্নতির পথে অগ্রগামি হতে পারে না যদি না দেশের প্রথম সারির নাগরিক রা দক্ষতার সাথে সততার মেলবন্ধন না ঘটান। স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশ দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্যতা দূর হয়নি শুধুমাত্র নীতিনির্ধারকদের লুটপাট করে সব খেয়ে ফেলার মানষিকতার জন্য। ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে চব্বিশের জুলাই এ ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এদেশে রাজনীতির নতুনধারার সৃষ্টি করেছে। এ সময় সততা, দক্ষতা ও উন্নয়নকে সঙ্গী করে আগামির রাজনীতির পথ তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া ঢাকা-১৮ আসনের দক্ষিণখান, উত্তরখান, তুরাগ ও খিলক্ষেতের অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোর হোল্ডিং ট্যাক্স মওকুফ অথবা নামমাত্র ট্যাক্স ধার্যের বিষয়ে অধ্যক্ষ আশরাফুল হক প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ঢাকা-১৮ আসনে ভবিষ্যতে কোন রাস্তা কাচা থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষাক্রম ঢেলে সাজানোর পরিকল্পনার কথা বলেন তিনি। ফ্যাসিস্ট আমলে বন্ধ হয়ে যাওয়া হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর আশ্বাস দেন তিনি। উত্তরাকে একটি নিরাপদ মডেল শহর হিসেবে গড়ার পরিকল্পনার কথা বলেন তিনি।

ইঞ্জি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরা জোন জামায়াতের পরিচালক জামাল উদ্দিন ভূইয়া, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, উত্তরখান পূর্ব থানা আমির ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারস ফোরামের সভাপতি ইঞ্জি কাজী আবিদ হাসান সিদ্দিকী ছাড়াও বক্তব্য রাখেন ইঞ্জি আব্দুল আজিজ, ইঞ্জি সফি উদ্দিন, ইঞ্জি তালহা জুবাইর, ইঞ্জি আকমল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উত্তরায় বসবাসরত প্রায় দুই শাতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button