বেনাপোলে ১৬ বছর পর পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি :দীর্ঘ ১৬ বছর পর বেনাপোল পৌর বিএনপির ৯টা ওয়ার্ডের কর্মীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ) বিকালে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বিএনপি নেতা মেহেরুল্লাহ, মাসুদুর রহমান মিলন ও আহাদ আলী প্রমুখ।