অর্থ-বাণিজ্য

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ পরিচালনা পর্ষদের সভা

মুক্তমন ডেস্ক : শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ পরিচালনা পর্ষদের ৮ম সভা ১৫ সেপ্টেম্বর সোমবার বিকালে কাউন্সিলের ধানমন্ডিস্থ নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী এবং হিসাব বিবরণী অনুমোদিত হয়। এছাড়া ০৫-০৭ নভেম্বর, ২০২৫ তারিখে ইন্দোনেশিয়ার বালি-তে অনুষ্ঠিতব্য গ্লোবাল শিপার্স এলায়েন্স (জিএসএ) এবং এশিয়ান শিপার্স এলায়েন্স (এএসএ) এর বার্ষিক সভায় শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান ও এশিয়ান শিপার্স এলায়েন্স এর ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং অত্র কাউন্সিলের ২০২৬ এবং ২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্যপদের নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন বোর্ড ও একটি নির্বাচন আপীল বোর্ড গঠন ও নির্বাচনের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করা হয়।

এর আগে, একই দিনে দুপুর ১২:০০ টায়, এসসিবি পরিচালনা পর্ষদ এসসিবি’র কনফারেন্স রুমে আইওএস পার্টনার্স এর একটি প্রতিনিধিদলকে স্বাগত জানায়। চার সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ড. খালিদ বিচু, পোর্টস অ্যান্ড লজিস্টিকস কনসালট্যান্ট (রিসার্চ অ্যান্ড ট্রেনিং)। আইওএস পার্টনার্স একটি আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান, যারা বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক দাতা সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সাথে নিবিড়ভাবে কাজ করে। প্রতিষ্ঠানটি ছটঅউ এর “পোর্টস অফ দ্য ফিউচার পার্টনারশিপ” এর মতো উদ্যোগে যুক্ত এবং মানবসম্পদ উন্নয়ন, গুরুত্বপূর্ণ অবকাঠামো, আঞ্চলিক প্রতিযোগিতা, পরিবেশগত দায়িত্ব, সামাজিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য ও সুরক্ষা এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়সহ বিভিন্ন খাতে পরামর্শ সেবা প্রদান করে।

আলোচনার সময় প্রতিনিধি দল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা গুরুত্বের ওপর জোর দেয় এবং ভবিষ্যতের চাহিদা মেটাতে বাংলাদেশের বন্দর অবকাঠামো আধুনিকায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে। তারা দেশের আঞ্চলিক ব্যবসা কেন্দ্র হিসেবে ভুমিকা শক্তিশালী করার কথাও তুলে ধরে। অন্যদিকে, শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য রুট ও প্রতিবেশি বাজারের সাথে বহুমুখী পরিবহন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের সংযোগ বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।

কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুল আহ্সান; ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা এবং পরিচালকবৃন্দ- আরজু রহমান ভুঁইয়া; মো: নুরুচ্ছাফা বাবু, জিয়াউল ইসলাম, আতাউর রহমান খান ও লোকপ্রিয় বড়ুয়া পর্ষদ সভায় যোগদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button