নবীনরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে : কফিল উদ্দিন আহমেদ

মুক্তমন রিপোর্ট : ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। কেউ হবে গায়ক, কেউ হবে নায়ক, কেউ হবে খেলোয়াড়, কেউ ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উকিল-ব্যারিস্টার- ভবিষ্যতের দেশ আপনাদের হাতে গড়ে উঠবে।
সোমবার কিংস কলেজ উত্তরা শাখার নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল মো:খাইরুল ইসলামসহ শিক্ষকমন্ডলি ও নবীন-প্রবীন শিক্ষাথর্ীরা।
কফিল আহমেদ বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি ততটাই উন্নত। আমি বিশ্বাস করি তথ্যপ্রযুক্তির প্রতিযোগিতামূলক এই সময়ে পড়াশোনা জ্ঞান অর্জন ও বিচক্ষণতার কোন বিকল্প নেই। এজন্য শিক্ষার পাশাপাশি শরীর চর্চা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, ব্যবহারিক জীবনে বিজ্ঞান চর্চা সহ নিজেদের প্রস্ফুটিত করতে নানা উদ্যোগ এবং সম্পৃক্ততা বাড়াতে হবে। শিক্ষার জন্য বইয়ের পাশাপাশি সামাজিক কাজে সম্পৃক্ততা আমাদেরকে আরো শানিত করে তুলবে।
কর্মজীবনে আমার শুরু হয়েছিল খুব ছোট পরিসরে এখন আলহামদুলিল্লাহ আমার ১১ হাজারের বেশি শ্রমিক ভাই বোন আমার সাথে কাজ করেন। আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে উৎপাদনিত পণ্য রপ্তানির পাশাপাশি আমদানি সহ নানা রকমের ব্যবসায়ী কাজেও আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি।
তিনি আরও বলেন, আমরা যারা প্রবীণ হয়েছি, আমরা আর নতুন কিছু হতে পারব না। আমরা যে অবস্থানে আছি, সেখান থেকেই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে হবে। কিন্তু আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।
এসময় কফিলউদ্দিন বলেন, আমি ঢাকা-১৮ আসনের উত্তরা এলাকার স্থায়ী বাসিন্দা। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের একজন ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
তিনি বলেন, জনগণের শক্তিই আমার প্রকৃত ভরসা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি এ এলাকার মানুষের উন্নয়ন এবং অধিকার আদায়ে কাজ করতে চাই।
তিনি নবীন-প্রবীণ সবার অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানকে প্রজন্মের মিলনমেলা হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে কলেজের পরে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।