আইন-অপরাধ
তেজকুনিপাড়া এলাকায় অভিযান: বিদেশি পিস্তল গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার

মুক্তমন রিপোর্ট : আজ (শুক্রবার) রাত আনুমানিক ৪ টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বাংলাদেশ সেনাবাহিনীর তেজগাঁও সেনা ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে তেজকুনিপাড়া এলাকার একটি বাড়ি থেকে ১ টি বিদেশী পিস্তল, ১১ টি বিভিন্ন রকম গোলাবারুদ, ১২ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উক্ত অবৈধ দ্রব্যাদির সাথে জড়িতদের গ্রেফতারে তৎপরতা চলমান রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরনের অপরাধ কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।