মত প্রকাশ

শুধুই বোয়িং? নাকি সাথে আয়রন ডোমও সম্ভব?

Del H Khan

বাংলাদেশ ম্যারিকা থেকে ২৫টি বোয়িং কিনতে চাইছে — দারুণ!
কিন্তু প্রশ্ন হলোঃ এই ৭ বিলিয়ন ডলারের পুরোটা কি আমরা শুধু প্লেনের পেছনেই খরচ করবো, নাকি একটু কৌশলী হবো?
আসুন মোটাদাগে হিসাবটা বুঝিঃ
১টা বোয়িং = ২৮০ মিলিয়ন ডলার
২৫টা কিনলে = ৭ বিলিয়ন ডলার
৬-৭টা কিনলে = ১.৭ বিলিয়ন ডলার
তাহলে বাকি ৫.৩ বিলিয়নে কী কী সম্ভব?
১০-১৫টা আয়রন ডোম!
রাডার, মিসাইল, সাইবার সিকিউরিটি!!
এমনকি আধুনিক MALE/HALE ড্রোন!!!
বাংলার আকাশ রাখিবেন মুক্ত? লেকিনঃ
ভারতের আছে এস-৪০০ মিসাইল সিস্টেম
মিয়ানমারের আছে আধুনিক আধুনিক রাডার ও যুদ্ধবিমানের ফ্লিট
আর আমাদের?
ভাবেন একবার, আয়রন ডোম, প্যাট্রিয়ট কিংবা থাড থাকা মানেঃ
ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, ফেনী, লালমনিরহাট, রূপপুর পারমাণবিক কেন্দ্র আর পোশাক শিল্পাঞ্চল, সব প্রোটেক্টেড।
একইসাথেঃস্ট্র্যাটেজিক গভীরতা + টেক ট্রান্সফার পাবে বাংলাদেশ।
তাই,
২৫টা বোয়িং প্লেন নয়,
বরং ৬-৭টা বোয়িং প্লেন + আকাশ প্রতিরক্ষা = টেকসই নিরাপত্তা + স্মার্ট ইনভেস্টমেন্ট + গ্লোবাল স্ট্যাটাস
এটাই হোক আমাদের নতুন উন্নয়ন দর্শন।

করিজেন্ডামঃ
গতকাল আমার একটি পোস্টে আমি ম্যারিকার কাছ থেকে ২৫টি বোয়িং কেনার বদলে ৫/৬টা বোয়িং এবং অন্যান্য এয়ার ডিফেন্স (এডি) মেকানিজম আর এক্সেসরিজ কেনার কথা সাজেস্ট করতে গিয়ে ‘আয়রন ডোম’ এর কথা বলেছিলাম। আমার ধারনা ছিল ম্যারিকার জন্য ক্যাটার করা বাজেট দিয়ে ম্যারিকার মাধ্যমে এটা ওদের কাছ থেকে কেনা সম্ভব হতে পারে, যেমনটা পেগাসসের মত বেশ কিছু আইওটির ক্ষেত্রে সম্ভব হয়েছিল ইতোপূর্বে। কিন্তু আপনাদের অনেকেই কমেন্টসে এ ব্যাপারে সন্দিহান হওয়ায় আমি রাতেই অধিকতর অনুসন্ধান করতে গিয়ে উপলব্ধি করি য্‌ এটা পাওয়া আসলেই না মুমকিন হবে আমাদের জন্য, অন্তত বর্তমান প্রেক্ষাপটে।
যাহোক, ‘আয়রন ডোম’ ছাড়াও আঙ্কেল স্যামদের হাতে আরো বেশ কিছু চমৎকার এডি অপশন আছে; ইন ফ্যাক্ট ওদের এডি এই মুহুর্তে ওয়ার্ল্ড বেস্ট, ওরা ভাড়ায় আরব আমিরাতের মত দেশকে এডি প্রোভাইড করে। তাই বাংলাদেশ যদি ২৫টির পরিবর্তে আপাতত ৫-৬টি বোয়িং বিমান কিনে, তাহলে অবশিষ্ট বাজেট দিয়ে প্রশিক্ষণ (IMET) এবং রক্ষণাবেক্ষণ ও সংস্কার (MRO) সুবিধাসহ বেশ ইফেক্টিভ মাল্টিলেয়ারড এডি ম্যানেজ করা সম্ভব যেখানে রাফলি অন্তত এক জোড়া প্যাট্রিয়ট ব্যাটারি, ৩টা নাসামস ব্যাটারি, ৯টা রাডার, ২ হালি এফ-১৬, এবং কিছু অতিরিক্ত স্যাম ইউনিট খরিদ করতে পারে অনায়েসে। এতে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আমাদের প্রতিবেশীদের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার বিরুদ্ধে শক্তিশালী এডি গড়ে তোলা সম্ভব।
পুনশ্চঃ
অনেকেই অন্যান্য দেশের বেটার অপশনের প্ল্যাটফর্মের কথা বলেছেন। কিন্তু এই আলোচনা শুধুমাত্র ম্যারিকা থেকে কিনতেই হবে এমন বাজেটের ক্ষেত্রে প্রযোজ্য। তারমানে, এই বাজেট দিয়ে অন্যদেশের কিছু কেনা যাবেনা। তাই অন্যদেশের কিছু নিয়ে এখানে আলোচনা করাই বৃথা।
ধন্যবাদ।

লেখক : সদস্য জনতার পার্টি, (লেখাটি ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button