উত্তরখানে অটোরিকশা ছিনতাই, ছুরিকাঘাতে চালক নিহত


মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরখানে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. মোকছেদুল ইসলাম (২৭) নামের এক অটোরিকশাচালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে পূর্ব মৈনারটেকের ব্যাঙ্গার বাড়িসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতের পর পথচারীরা রক্তাক্ত অবস্থায় মোকছেদুলকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তরখান থানায় একটি হত্যা মামলা হয়েছে, তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত মোকছেদুল লালমনিরহাটের হাতিভাঙ্গা উপজেলার রমনীগঞ্জ গ্রামের মাইনুল হক ওরফে মনিরুজ্জামানের ছেলে। তিনি উত্তরখানের একটি ভাড়া বাসায় থাকতেন এবং ভাড়ায় অটোরিকশা চালাতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে রাস্তায় রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
দক্ষিণখান জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান বলেন, “দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে পুলিশ বিভিন্ন সূত্র ধরে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে।



