আইন-অপরাধ

চলন্ত ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দিলো ছিনতাইকারীরা

মুক্তমন রিপোর্ট : ট্রেনের ছাদে চড়ে কমলাপুর থেকে উত্তরার বাসায় ফেরার পথে আফতাব আহমেদ (২০) নামের এক তরুণকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা।
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিনতাইকারীরা ফেলে দেয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফতাব উত্তরা ইউনাইটেড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন আফতাবের বাবা আলাউদ্দিন আল আজাদ। তিনি পেশায় একজন সাংবাদিক সেইসাথে উত্তরা প্রেসক্লাবের সভাপতি।

তিনি বলেন, গতকাল বিকেলে আফতাব দক্ষিণখান আশকোনার বাসা থেকে গোপীবাগে এক আত্মীয়ের বাসায় যান। বিএনপি চেয়ারপার্সনের দেশে ফেরা কর্মসূচীর কারনে গণপরিবহন সংকটে রাতে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের ছাদে উঠে বিমানবন্দর রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৯টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ছাদে অবস্থানকারী তিন-চার ছিনতাইকারী আফতাবকে ঘিরে ধরে মারধর করে এবং সঙ্গে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা আফতাবকে ট্রেনের ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আলাউদ্দিন আল আজাদ আরও বলেন, আহত অবস্থায় আফতাবকে পথচারীরা প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক জানিয়েছেন আফতাবের মাথায় রক্তরক্ষরণ হয়নি। সে শঙ্কামুক্ত। বর্তমানে তিনি নিউরো সার্জারি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আফতাবের মাথায় আঘাত লেগেছে। তবে গুরুতর কিছু নয়। তার শরীরে কয়েকটি স্থানেও জখম হয়েছে।

আফতাবের পরিবার জানায়, আফতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণখান আশকোনা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button