ক্যাম্পাসবৃহত্তর উত্তরা

উত্তরায় ছাত্রশিবিরের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান

মুক্তমন রিপোর্ট : উত্তরায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির,প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার আয়োজনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও শান্ত মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আশরাফুল হক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম জায়েদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইভেন্ট কোর্ডিনেটর মোঃ কায়েস মাহমুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনাব তারেক ও আবু বকর সিদ্দিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সার্টিফিকেট এবং প্রফেশনাল কোর্সের আয়োজন করে থাকে। এতে শিক্ষার্থীরা তাদের একাডেমিক এডুকেশনের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পেয়ে থাকে। ছাত্রশিবির এসব আয়োজন শুধুমাত্র ছাত্রশিবিরে যোগ দেওয়ার জন্য করে থাকে না, এবং ছাত্রশিবির জোর করে কাউকে যুক্ত হতে বলে না। বরং দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গুলো নিয়ে থাকে।

অন্যান্য বক্তারা আগামী দিনে বিশ্ববিদ্যালয় জীবন কিভাবে পার করবে এবং শিক্ষা জীবন শেষে প্রফেশনাল পর্যায়ে শিক্ষার্থীরা কিভাবে দেশ ও সমাজের জন্য কাজ করবে এসব বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গিফট হিসেবে অনুবাদ সহ আল কুরআন, কলম ও বই দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button